পবিত্র রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

 

স্টাফ রিপোর্টার: আসন্ন রমজান মাসে অফিস সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের এ সময়সূচির কথা জানানো হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলো নিজেদের সুবিধা অনুযায়ী অফিসসূচি ঠিক করে নিতে পারবে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

বর্তমানে দেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারিত রয়েছে। আজ মঙ্গলবার ২ জুন রাতে বাংলাদেশে শবে বরয়াত পালিত হবে। সে অনুযায়ী এ মাসের দ্বিতীয়ার্ধে রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে শুরু হবে রমজান।