পদ্মায় বরযাত্রী বোঝাই ট্রলারডুবি

 

 

স্টাফ রিপোর্টার: গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মানদীতে বিয়েরবরযাত্রী বোঝাই এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবরপাওয়া যায়নি।

দৌলতদিয়া লঞ্চঘাট অফিস ওপ্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকেপাটুরিয়াঘাট থেকে এমভি দৌলত নামে যাত্রীবোঝাই একটি লঞ্চ দৌলতদিয়া ঘাটেরউদ্দেশে ছেড়ে যায়। পরে লঞ্চটি মাঝনদী পেরিয়ে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটেরকাছাকাছি গিয়ে পৌছায়। এমন সময় বিপরীত দিক থেকে ছেড়ে আসা বিয়ের বরযাত্রীবোঝাই একটি ট্রলারের সঙ্গে ওই লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলারটিসঙ্গে সঙ্গে উল্টে নদীতে ডুবে যায়। পরে ট্রলারের সকল যাত্রী সাঁতরিয়েদৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট পন্টুনে গিয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিতকরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) আরিচাঅঞ্চলের পোর্ট অফিসার মো. কবির হোসেন বলেন, ‘ঘাটের কাছাকাছি এলাকায় ট্রলারডুবির ঘটনাটি ঘটেছে। তবে ডুবেযাওয়া ট্রলারের সকল যাত্রী সাঁতরিয়ে প্রাণেরক্ষা পেয়েছেন।’