পদত্যাগ করলে আন্দোলন থামবে

স্টাফ রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরীক্ষার ফলাফল অস্বাভাবিক, অতিরিক্ত কৃতকার্য দেখানোর জন্য শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রতিযোগিতার মূল দায়িত্ব থেকে দূরে সরিয়ে দিয়ে শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করার উপক্রম করেছে এ সরকার। তিনি বলেন, সরকার পদত্যাগ করলেই দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। আন্দোলন থেমে যাবে। ১৫ লাখ পরীক্ষার্থীর কথা বিবেচনা করে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতি শিক্ষামন্ত্রীর আহ্বানের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কথা বলেন রিজভী। তিনি বলেন, শান্তিপূর্ণ অবরোধ অব্যাহত রাখতে হবে। এ অবরোধ দেশে শান্তির জন্য, নিরাপত্তার জন্য, মানুষকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়ার জন্য। কোনো চোখ রাঙানি, হুমকি আর যৌথবাহিনীর টার্গেট প্র্যাকটিস আন্দোলনকারীদের থমকে দিতে পারবে না।