পটকা বোমা বিক্রির অপরাধে মেহেরপুরে ব্যবসায়ীর জরিমানা

 

 

মেহেরপুর অফিস: ভারতীয় পটকা বোমা বা চকলেট বোমা বিক্রির অপরাধে মেহেরপুর শহরের শরিফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ১২০টি পটকাসহ ডিবি পুলিশের হাতে আটক হয় শরিফুল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ওই সাজা দেয়া হয়। আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ হোসেন।

ডিবি সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে প্রতিনিয়ই পটকা বিষ্ফোরণ হচ্ছে। এতে এলাকার মানুষের মাঝে বোমা আতংক সৃষ্টি হচ্ছে। পটকা বিক্রেতা ও সরবরাহকারীদের সন্ধানে মাঠে নামে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের একটি দল শহরের গড়পুকুর পাড়ের দোকানি আশরাফুল ইসলামের দোকানে অভিযান চালায়। এসময় ১০২টি ভারতীয় পটকা বোমাসহ আশরাফুলকে আটক করেন ডিবি পুলিশ সদস্যরা। অগ্নি নির্বাসন আইন ২০০৩ এর ২১ ধারায় তাকে দোষি সাব্যস্ত করে ৪ হাজার টাকা অর্থাদ-াদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অবশ্য জরিমানা পরিশোধ করে ছাড়া পান আশরাফুল ইসলাম।