পঞ্চগড়ে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার: পঞ্চগড়ে ঘাঘড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম সামিউল হক (৩৫)। গরুব্যবসায়ী সামিউলের বাড়ি হাড়িভাসা ইউনিয়নের শামপাড়া গ্রামে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে এ ঘটনা ঘটে। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, সামিউল হকসহ একদল গরু চোরাকারবারী শনিবার ভোরে গরু আনতে ঘাগড়া সীমান্তের মেইন পিলার-৭৫০ এর ১৩নং সাব পিলার এলাকায় যায়। ওই সীমান্তের বিপরীতে ভারতের সিংপাড়া বিএসএফ ফাঁড়ির টহলরত সদস্যরা তাদের গুলি করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ’র গুলিতে সামিউল হক ঘটনাস্থলে মারা যায়। মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।