নয়াপল্টনে বেগম খালেদা জিয়া : পুলিশ-সিএসএফ ধস্তাধস্তি : টুকু আটক

স্টাফ রিপোর্টার: বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ এর গাড়ি থেকে সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে খালেদা জিয়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে দেখতে গেলে সেখানে অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে টুকুকে আটক করা হয়। এ সময় এক ঘণ্টারও বেশি সময় ধরে খালেদা জিয়াকে বহনকারী গাড়ি রাস্তার ওপর আটকে থাকে। পুলিশের এডিসি মেহেদী হাসান জানান, আমরা যখন খালেদা জিয়ার গাড়িবহর সাজিয়ে দিচ্ছিলাম তখন টুকুকে বহনকারী সিএসএফ’র গাড়িটি এক পুলিশ সদস্যকে চাপা দিলে আমরা তাকে আটক করি। টুকুকে আটক করার পর জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।

সোমবার রাত পৌনে ১১টার দিকে খালেদা জিয়া নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যান। খালেদা জিয়ার সাথে ছিলেন বিএনপি নেতা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. মঈন খান, খন্দকার মোশাররফ, ফজলুল হক মিলন, ওসমান ফারুক, শহীদ উদ্দীন চৌধুরী অ্যানি প্রমুখ। সেখানে রিজভীকে দেখার জন্য ১৫ মিনিটি অবস্থান করে বের হন খালেদা জিয়া। এ সময় পুলিশের সাথে খালেদা জিয়ার নিজস্ব সিকিউরিটি ফোর্সের ধ্বস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে সিএসএফ’র গাড়ির কোচ ভেঙে সুলতান সালাউদ্দীন টুকুকে বের করে আনে পুলিশ। এতে নেতৃত্ব দেন রমনা জোনের এডিসি মেহেদী হাসান। পরে রাত পৌনে ১২টার দিকে পরিস্থিতি শান্ত হয়ে আসে। এরপর খালেদা জিয়ার বহনকারী গাড়িটি নয়াপল্টনে ছেড়ে যায়।