নৌবাহিনীর কাছে ২টি যুদ্ধ জাহাজ হস্তান্তর

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জে ডকইয়ার্ডে নির্মিত দুটি যুদ্ধ জাহাজ গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব বলেছেন, নৌবাহিনী পরিচালিত নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডকে আরো আধুনিকায়তনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ডকইয়ার্ডে আধুনিক জাহাজ নির্মাণ করা হলে বিদেশ থেকে আমদানি খরচ অনেক কম হবে ও দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। এ ডকইয়ার্ডকে আন্তর্জাতিক মানসম্পন্ন শিপইয়ার্ডে উন্নত করা হবে যাতে বাংলাদেশ নৌবাহিনীর তৈরি জাহাজ বিদেশেও রফতানি করা যায়। ডকইয়ার্ডে নির্মিত দুটি ল্যান্ডিং ক্রাফট যুদ্ধ জাহাজ মাত্র ১০ মাসে তৈরি করা হয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে সংঘঠিত বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি বিভিন্ন উদ্ধার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে জাহাজ দুটি। জাহাজ দুটির দৈর্ঘ্য ২৫ দশমিক ৬০ মিটার প্রস্থ ৫ দশমিক ৪০ মিটার। ডিসপ্লেসমেন্ট ১৬৯ টন। ঘণ্টায় সর্বোচ্চ ১০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করতে পারবে।