নোভা ও ইউনাইটেডের জরিমানা

চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কের ডায়াগনস্টিক ও ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত

 

বন্ধ থাকায় দুটি প্রতিষ্ঠানের মালিককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজিরের আদেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের নোভা ডায়াগনস্টিক ও ইউনাইটেড ক্লিনিকের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নোভা ডায়াগনস্টিকের মালিককে দুটি আইন ভঙ্গের কারণে দু হাজার টাকা করে ৪ হাজার টাকা ও ইউনাইটেড ক্লিনিকে রেজিস্ট্রার না থাকায় ৩ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ডিজিটাল ডায়াগনস্টিকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত বন্ধ করে সংশ্লিষ্টরা সটকে পড়ে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. রেজা হাসান ও মো. আনোয়ার সাদাত। সাথে ছিলেন ডা. সৈয়দ কবির জন। আদালতসূত্র জানিয়েছে, চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কের নোভা ডায়াগনস্টিকটির অনুমোদন নেয়া কামরুল ইসলামের নামে। অথচ কাজ করছেন আনিছুর রহমান। তাছাড়া একজনকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানালেও নিয়োগপত্র দেখাতে পারেনি। এ কারণে দু হাজার টাকা ও মূল্য তালিকা না রাখার কারণে দু হাজার টাকা মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা সাথে সাথে আদায় হয়। একই এলাকার ইউনাইটেড ক্লিনিকে বিধি মোতাবেক রেজিস্ট্রার না থাকার কারণে ৩ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। একই ভবনে জনসেবা নামের ডায়াগনস্টিকটি বন্ধ থাকায় আদালত দু দিনের মধ্যে ওর মালিকদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে পেশ করার জন্য আদেশ দেন। এছাড়াও ডিজিটাল ডায়াগনস্টিকটিও বন্ধ থাকায় তার মালিককেও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আদালতে হাজির হওয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে।