নৈশকোচ জেআর পরিবহনে ডাকাতির ঘটনায় কোনো গ্রেফতার নেই

 

জীবননগর ব্যুরো: জীবননগর-কালীগঞ্জ সড়কের বকুণ্ডিয়ার অদূরে মহেশপুরের রাস্তায় গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ঢাকাগামী নৈশকোচ জেআর পরিবহনে ডাকাতির ঘটনায় গতকাল বৃহস্পতিবার পর্যন্ত মহেশপুর থানা পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। সেই সাথে উদ্ধার হয়নি লুণ্ঠিত মালামাল। ডাকাতির ঘটনায় এ সড়কে রাতে চলাচলকারী নৈশকোচসহ যানবাহনের চালকদের মধ্যে ডাকাতি আতঙ্ক বিরাজ করছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে দর্শনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া জেআর পরিবহনের নৈশকোচটি রাত পৌনে ৪টার দিকে জীবননগর বকুণ্ডিয়ার অদূরে মহেশপুরের ভেতরে পৌঁছে কোচটি সড়কের পাশের বৃহৎ গাছ কেটে রাস্তায় ফেলে ডাকাতদলের সৃষ্টি করা ব্যারিকেডের মধ্যে পড়ে। এ সময় বুদ্ধিমত্তার সাথে চালক নৈশকোচটি ঘুরিয়ে নেয়ার চেষ্টা করলে ডাকাতদল পেছন দিক থেকে এসে লোহার রড দিয়ে গ্লাস ভেঙে কোচের ভেতরে ঢুকে পড়ে। ড্রাইভার নৈশকোচটি নিয়ে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে কোচটি রাস্তার পাশের খাদের মধ্যে গিয়ে পড়ে। ডাকাতদল এ সময় যাত্রীদের নিকট থেকে অর্ধশতাধিক মোবাইলফোন, অলঙ্কার, নগদ ৩ লক্ষাধিক টাকাসহ মূল্যবান মালামাল লুটে নিয়ে সটকে পড়ে।