নেহালপুরে পুকুর ভাটানো মাছ ধরা নিয়ে বিরোধ : মারামারি

স্টাফ রিপোর্টার: মাছ ধরাকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলা সদরের নেহালপুর গ্রামে মারামারিতে উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যার পর সালিস শেষে মারমারির ঘটনা ঘটে। উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, আফসার মল্লিকের পুকুর ভাটিয়ে মাছ বের হয়ে গেছে। পাশের জলাবদ্ধতায় মাছ ধরতে শুরু করে গ্রামেরই আব্দুল মজিদের ছেলে নীল চাঁদ। আফসার মল্লিক মাছ ধরতে বারণ করে। জাল তুলে নিয়ে ছিঁড়তে শুরু করলে নীল চাঁদ বাধা দেয়। ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। অপদস্থ হন আফসার। তিনি সন্ধ্যায় সালিস ডাকেন। পুকুরে নয়, পাশের জলাশয়ে মাছ ধরতে বারণ করতে গিয়ে আফসার মল্লিক অপদস্থ হওয়ার প্রসঙ্গটি যুক্তি পাল্টা যুক্তির মাঝে সালিস ভেস্তে যায়। এরই এক পর্যায়ে শুরু হয় মারামারি। আহত হয় আফসার মল্লিক ও তার ছেলের ছেলে রায়হান। অপরপক্ষের আহত হন নীল চাঁদ, তার চাচা তজিবর ও সাজিবারসহ সাজিবরের স্ত্রী।

মারামারির পর দুপক্ষই অভিযোগ করতে ছোটেন থানায়।