নেইমারদের আলো ছড়ানোর দিন আজ

শুরু হচ্ছে নকআউট পর্ব : ব্রাজিল-চিলিরাত ১০টায় : কলম্বিয়া-উরুগুয়েরাত ২টায়

স্টাফ রিপোর্টার: একদিন বিরতির পর আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব।বাংলাদেশ সময় রাত ১০টায় ব্রাজিল-চিলির ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টেরসবচাইতে চিত্তাকর্ষক এ পর্ব। ব্রাজিল সহজেই কোয়ার্টার ফাইনালে উঠবে এমনটাপ্রত্যাশা নিয়েই স্টেডিয়ামে ও টেলিভিশনের সামনে আজ বসবেন ব্রাজিলসমর্থকরা। নেইমারের আলো ছড়ানো ফুটবল শৈলী আর ব্রাজিলের সেই চিরায়ত ছন্দময়খেলা উপভোগের জন্য যেন প্রতীক্ষার প্রহর গুণছে গোটা ফুটবল বিশ্ব।

এইদু দেশের ফুটবল অতীত বলে ব্রাজিলের সামনে চিলি কখনোই উজ্জ্বলতা ছড়াতেপারেনি। যদিও দু দলের মধ্য ৬৮ বার দেখা হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে ১০ বার।বিশ্বকাপ চূড়ান্ত পর্বে তিনবার, দক্ষিণ আমেরিকান আঞ্চলিক ফুটবলে ২১ বার, প্রীতি ম্যাচে ৩৪ বার তারা মুখোমুখি হয়। এর মধ্যে ব্রাজিলের জয়ের পাল্লাইবেশি ভারী। জিতেছে ৪৮ বার। চিলির জয় ৭টি। ড্র ১৩টি। চিলি নিজেদের মাঠে২০০২জাপান-কোরিয়া বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বে ৩-০ গোলে ব্রাজিলকে হারিয়ে শেষজয়ের স্বাদ পেয়েছিলো। আর ২০১৩ সালে বেলে হরিজোন্তের (আজ যেখানে খেলা হবে)মাঠে অনুষ্ঠিত কনফেডারেশন কাপ ফুটবলে ব্রাজিল-চিলি ম্যাচটি গোল শূন্য ড্রহয়। পরিসংখ্যান বলে চিলি এবং ব্রাজিলের ফুটবল পার্থ্যকটা অনেক। ব্রাজিলএগিয়ে। তারপরও আজ রাতে দু দেশের ফুটবল যুদ্ধে যদি চিলি ব্রাজিলকে হারিয়েঅঘটন ঘটিয়েই ফেলে তাহলে সেটা হবে বড় চমক।

লাওনেল সানচেজ, হুয়ানকালোর্স, ইভান জামারানো, মার্সালো সালাসরার মতো গুণী ফুটবলারদেরবিদায়ের পর চিলির ফুটবলটা যেন বিবর্ণ হয়ে গিয়েছিলো। তার ওপর যুক্তরাষ্ট্রবিশ্বকাপ ফুটবলে খেলতে পারেনি সাসপেনশনের কারণে। অনেকটাই দূরে চলে গিয়েছিলোচিলির ফুটবল। তাই এবার ব্রাজিল বিশ্বকাপ ফুটবলে চিলি ছিলো আলোচনার বাইরে।বিগ্রুপ থেকে নেদারল্যান্ডসের কাছে হার (২-০) দিয়ে শুরু করা চিলিদ্বিতীয় ম্যাচে চমক দেয় বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে (২-০)। তৃতীয়ম্যাচে (৩-১) অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেইদেখে সামনে ব্রাজিল দাঁড়িয়ে। ভাইডাল, সানচেজ, ভারগাসদের তো মাথায় হাত।আবার সেই ব্রাজিল। চিলি কীভাবে ব্রাজিলের ফুটবল শক্তির পাহাড় টপকাবে তাবুঝে উঠতে পারছে না। কারণটা সবার জানা। চিলি দু ম্যাচে ৫ গোল করলেও তাদেরখেলায় ধারাবাহিকতা নেই। চিলির ফরমেশন ৩-৪-১-২। তারপরও চিলির আক্রমণডায়নামিক না বলে ব্রাজিলের ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন। ব্রাজিলকেমোকাবেলা করতে হবে কাউন্টার অ্যাটাকে। ৩ ম্যাচে ৪ গোল করা সুযোগ সন্ধানীস্ট্রাইকার নেইমার যেভাবে পিক ফর্মে রয়েছেন তাতে এ স্ট্রাইকারকে সামালদেয়াটাই কঠিন হয়ে যাবে চিলির গোলকিপার অধিনায়ক ব্রাভোর জন্য। নেইমার তোবলেই দিয়েছেন চিলি যেভাবে খেলে মনে হয় ঝড়ের মতো খেলছে। এটা কেমন খেলা আমিবুঝতে পারি না।

চিলির ফুটবলের দায়িত্বে রয়েছেন চার আর্জেন্টাইনকোচিং স্টাফ। কোচ সামপওলি কীভাবে আজ ব্রাজিলকে মোকাবেলা করে টিকেথাকবেন, তা বলা কঠিন। কোন পদ্ধতিতে খেলাবেন সেটা প্রকাশও করেননি। তবেতাদের লক্ষ্য নেইমারকে ঠেকাতে হবে। অবশ্য চিলিকে নিয়ে খুব বেশি ভাবছে নাব্রাজিল। বৃহস্পতিবার দলের অনুশীলন খুব একটা হয়নি। ২০১১ সালে রিওতে ঘটেযাওয়া একটা দুর্ঘটনার শিকার পরিবারের স্বজনদের ব্রাজিলের খেলোয়াড়দেরঅনুশীলন শিবিরে নিয়ে যাওয়া হয়েছিলো। সেখানে নেইমার সবার সাথে কথা বলেছেন।নিজের ফুটবল শৈলী দেখিয়ে আনন্দ দিয়েছেন। হুইল চেয়ারে বসা ১৩ বছরের বালকেরজার্সিতে অটোগ্রাফও দিয়েছেন নেইমার।

ইতিহাস ঘেটে দেখা যায়, ১৯৩০সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বেই বিদায় নেয় চিলি। সবমিলিয়ে ৫ বার গ্রুপ পর্ব থেকে বিদায় হয় চিলি। শুধু একবার ৬২ সালে চিলিনিজেদের ঘরের মাঠে তৃতীয় হয়েছিলো। সাফল্য বলতে এটাই। প্রতিবারই গ্রুপ পর্বেইচিলি থেমে গিয়েছিলো। ৬২ সালে সেমিফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে দারুণ এক লড়াইহয়েছিলো। সেই খেলায় ৪-২ গোলে হেরে যায় চিলি। এছাড়া চিলি যে কয়বার কোনোরকমে নকআউট পর্বে উঠেছিলো, সেখানেও ব্রাজিলের মুখোমুখি হয়ে বিদায় নিতেহয়েছে পরপর দু বার। ৯৮ ফ্রান্স বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের কাছে৪-১ এবং ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ৩-০ গোলে হেরেবিদায় নেয় চিলি। কোনোভাবেই ব্রাজিলকে এড়াতে পারছে না দেশটি। কীদুর্ভাগ্য, এবারও তাই হয়েছে। কথায় বলে পড়বি তো পড় মালির ঘাড়ে। চিলিরঅবস্থাটা যেন তেমনই হয়েছে। এবার নিয়ে টানা তিনবার বিশ্বকাপ ফুটবলে নকআউটপর্বে চিলি পড়লো ব্রাজিলের মুখে।এদিকে নকআউট পর্বের দ্বিতীয় ম্যাচটি কলম্বিয়া-উরুগুয়ে অনুষ্ঠিত হবে আজ রাত ২টায়।