নূর হোসেনসহ সহযোগীদের ১১ অস্ত্রের লাইসেন্স বাতিল

 

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কাউন্সিলর প্যানেল মেয়র নজরুল ইসলাম এবংআইনজীবী চন্দন কুমারসহ সাত হত্যাকাণ্ড মামলার প্রধান আসামি নূর হোসেন এবংতার আট সহযোগীর ১১ অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে।গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান মিয়া তাদের অস্ত্রের লাইসেন্স বাতিল করে তা জব্দের আদেশ দেন।নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনিজানান, লাইসেন্স বাতিল করে জব্দের আদেশ দেয়া অস্ত্রগুলোর মধ্যে নূরহোসেনের দুটি, তার সহযোগী শাহজালালের দুটি ও শাহজাহান, জামাল উদ্দিন, নূরউদ্দিন, আলী মোহাম্মদ, সানা উদ্দিন, আরিফুল হকের নামে একটি করে অস্ত্র।সিদ্ধিরগঞ্জথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, নূর হোসেন ও তারসহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারেরকার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছিলো। গতকালসোমবার তাদের সবার লাইসেন্স বাতিল করাহয়েছে।এর আগে সিদ্ধিরগঞ্জ থানায় নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল ওজব্দ চেয়ে আবেদন করেন নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম।