নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিষ্টিব্যবসায়ী সলেমান নিহত

কাঠালতলা থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রাক্টরের ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কাঁঠালতলাস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান মিষ্টির দোকান থেকে ছোট ভাইয়ের মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ইটভর্তি চলন্ত ট্রাক্টরের ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক্টরের চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে দু সন্তানের জনক ছলেমান হোসেন (৪০) নামের এক মিষ্টিব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মিষ্টিব্যবসায়ী সলেমান জয়রামপুর নুতন পাড়ার আজিজুল ইসলামের ছেলে। গতকাল সোমবার সকাল পৌনে ১০টার দিকে জয়রামপুর কাঁঠালতলা-হাজিপাড়ার মাঝামাঝি স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

nihoto soleman

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল পৌনে ১০টার দিকে ছলেমান তার ছোট ভাই রাজনের মোটরসাইকেলযোগে কাঁঠালতলাস্থ মিষ্টির দোকান থেকে নতুনপাড়াস্থ নিজ বাড়িতে আসছিলেন। তিনি জয়রামপুর কাঁঠালতলা-হাজি পাড়া সড়কের মাঝামাঝি স্থানে পৌঁছুলে হাজিপাড়া অভিমুখে আসা একটি চলন্ত ট্রাক্টরের ওভারটেক করার চেষ্টা করে। এ সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ওই চলন্ত ট্রাক্টরের সামনে পিচরোডের ওপর আছড়ে পড়েন এবং ওই চলন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হন। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহতের লাশ হাসপাতাল থেকে নিজ বাড়িতে নেয়া হলে নিহত সলেমানের মা সালেহা বেগম, স্ত্রী আনজিরা খাতুন, দু মেয়ে সোনিয়া ও সুরাইয়াসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই বাদ এশা জানাজার নামাজ শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। ৩ ভাইয়ের মধ্যে নিহত সলেমান ছিলেন সকলের বড়। মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী, দু মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এলাকাবাসী জানায়, শেখ ইটভাটার ট্রাক্টরচালক আজিজ ওই ট্রাক্টর চালাচ্ছিলেন।