নির্যাতন ও চুল কেটে নেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাউলদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

 

 

জড়িতদের গ্রেফতার করা না হলে বৃত্তর আন্দোলনের ঘোষণা

স্টাফ রিপোর্টার: লালনভক্ত বাউলদের নির্যাতন ও চুল কেটে নেয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে মানববন্ধন শেষে প্রতিবাদ মিছিল করে। মানববন্ধনে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মহিউদ্দিন শাহ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন শাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ শাহ, বাউল মুনতাজ আলী শাহ, ছানোয়ার হোসেন শাহ, একদিল শাহ, আবু বক্কর শাহ প্রমুখ। বক্তারা বলেন, লালনভক্ত বাউল আবু বক্করকে যারা নির্যাতন করেছে তাদেরকে অতিসত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়ে বলেন, আমরা ফকিরতন্ত্রের নিরীহ মানুষ যেন সুন্দর জীবনযাপন করতে পারি এবং যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সাংস্কৃতিক মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সাঈদ।

উল্লেখ্য, মেহেরপুর গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত বসির উদ্দীনের ছেলে লালনভক্ত বাউল আবু বক্করকে গ্রামের কিছু লোকজন জোরপূর্বক তওবা পড়িয়ে নামাজ পড়ার তাগিদ দেয়। তা না মানায় আবু বক্করকে মারধর করে চুল কেটে নেয়া গ্রামের লোকজন।