নির্বাচন বাতিলের দাবিতে সিইসির নিজ উপজেলা জীবননগরে হরতাল পালিত

 

 

জীবননগর ব্যুরো: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদের কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই, অগ্নিসংযোগ ও ভোট ডাকাতির প্রতিবাদসহ নির্বাচন বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গতকাল সোমবার উপজেলায় শান্তিপূর্ণভাবে এ হরতাল পালিত হয়।        নির্বাচনে ৫৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১টি মাত্র ভোটকেন্দ্র উপজেলার কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেলা ১০টার দিকে জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা কেন্দ্রের সমস্ত ব্যালট পেপার ও ৯টি ব্যালট বাক্স পুড়িয়ে দেয়। এ কারণে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা স্বপন কুমার সিংহ ভোটগ্রহণ স্থগিত করেন। ১টি মাত্র ভোট কেন্দ্র স্থগিত ছাড়া বাকি ৫২টি ভোট কেন্দ্রে বেলা ১২টার আগেই অনিয়ম ও কারচুপির অভিযোগে বিএনপি-জামায়াত সমর্থিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৭ জন প্রার্থী এ নির্বাচন বর্জন করেন। নজিরবিহীন এ ভোট ডাকাতির প্রতিবাদে ও নির্বাচন বাতিলের দাবিতে চুয়াডাঙ্গা জেলা ১৯ দলীয় ঐক্যজোটের যুগ্মসাধারণ সম্পাদক জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রহুল আমীন রোববার বিকেলে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন।