নিরুদ্দেশ স্কুলছাত্র বাড়ি ফিরে বলতে শুরু করেছে অপহরনের মনগড়া গল্প

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা গোবিন্দপুরের স্কুলছাত্র খালিদ হাসান জীবনকে পাওয়া গেছে। নিরুদ্দেশ হওয়ার ১৮ দিনের মাথায় গতকাল বুধবার সন্ধ্যায় তাকে মুন্সিগঞ্জ গড়গড়ির পথে দেখে প্রতিবেশী চাচা দেখে ভ্যানযোগে বাড়ি ফিরিয়ে নেন। এরপর খালিদ হাসান জীবন অপহৃত হয় বলে মনগড়া গল্প বলতে শুরু করে। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার গোবিন্দুপুরের ভ্রাম্যমাণ মাছ ব্যবসায়ী মতিয়ার রহমানের ছেলে খাদিল হাসান জীবন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গত ১৭ সেপ্টেম্বর নিরুদ্দেশ হয়। ছেলেকে না পেয়ে পত্রিকায় হারানো বিজ্ঞাপন দেন। থানায় জিডি করেন। এর ১৮ দিনের মাথায় গতকাল সন্ধ্যায় গ্রামের অদূরবর্তী রাস্তায় অবস্থান নেয়। গ্রামের এক চাচাকে দেখে তার ভ্যানযোগে বাড়ি ফেরেন। এতোদিন কোথায় ছিলে? প্রথমে বলে দরবেশ নিয়ে গিয়েছিলো। পরে বলে তাকে অপহরণ করে একটি ঘরে বন্দি রাখা হয়। এরপর তারা মাইক্রোযোগে আলমডাঙ্গায় ও পরে মোটরসাইকেলে গড়গড়ির রাস্তায় ফেলে রেখে গেছে। এ গল্প বললেও অপহরণের বিস্তারিত বর্ণনা দিতে গিয়ে অসঙ্গতি কথা বলতে শুরু করে। এদিকে তার মা ছেলেকে ফিরিয়ে পাওয়ার আশায় এক কবিরাজের নিকট ধন্না দিতে শুরু করেন। গতকাল জীবন ফিরলে তার মা বলে ওই কবিরাজের দোয়া দরুদেই ছেলে ফিরেছে। যদিও সচেতন যুব সমাজ বলেছে, ঝড়ে বকপড়েছে আর কবিরাজের জারিজুরি বাড়ার মতো ঘটনা ঘটেছে। এভাবেই তো প্রতারক ভণ্ড কবিরাজের দল মানুষকে বোকাবানিয়ে অর্থ হাতিয়ে নেয়।