নিজ বাড়িতে দুস্থদের মাঝে জাকাতের টাকা দিলেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার

 

 

 

স্টাফরিপোর্টার; চুয়াডাঙ্গা কবরী রোড এলাকায় গতকাল শনিবার ছিলো মানুষের উপচেপড়া ভিড়।কারণ একটাই,জাকাতের নেয়ার জন্য হুড়োহুড়ি করে দীর্ঘলাইনে দাঁড়ানো। গতকাল ভোর থেকেই অনেকে লাইনের প্রথম দিকে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে। প্রতিবছর ঈদুল ফিতর উপলক্ষে ২৭ রমজানের দিন জাকাত প্রদান করে থাকেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ বছর সরকারি সফরে চুয়াডাঙ্গায় সকল আনুষ্ঠানিকতা সারলেও গতকাল শনিবার নিজ বাড়িতেই জাকাতের টাকা গরিব,দুঃখী, অসহায়দের মাঝে বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য দশম জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও তার সহোদর চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় জাকাতের টাকা বিতরণে সহায়তা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ মুন্সী আসাদুজ্জামান, সদর থানা পুলিশের একটি ইউনিট, এসেসেফ সদস্যহুইপের দেহরক্ষী ও টিএসআই ..। অসহায় নারী, পুরুষদের উপচেপড়া ভিড়ে পুলিশ সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের হিমসিম খেতে হয়। পুলিশ সদস্য ও আওয়ামীলীগ নেতাকর্মীদের হিসাব অনুযায়ী প্রায় ৮ হাজার মানুষের মধ্যে জাকাতের টাকা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ সংলগ্ন প্রধান সড়কস্থ বাড়ির গেট দিয়ে আগত নারী-পুরষদের ভেতরে ঢুকিয়ে নেয়ার পর কবরী রোড প্রান্তের গেটে জাকাতের টাকা প্রদান করে বাইরে বের করে দেয়া হয়। ভিড়ের চাপাচাপিতে ৩বৃদ্ধ,৪ বৃদ্ধা ও গেট টপকাতে গিয়ে এক কিশোর গুরুতর জখম হয়। গুরুতর জখম কিশোরের বাড়ি চুয়াডাঙ্গা হকপাড়ায় বলে জানা গেছে। তার ডান হাতের একটি শিরা গেটের সুঁচালো দণ্ডে লেগে ছিড়ে যাওয়ায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতে ৬টি সেলাই দিতে হয়েছে বলে জানাগেছে।