নিখোঁজ হওয়ার ১১ দিন পর লাশ উদ্ধার

 

পারিবারিক নির্যাতনের শিকার দৌলাতদিয়াড়ের ওমর আলী

 

মনির মুহাম্মাদ: পরিবারের কাছে মানসিক নির্যাতনের শিকার দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ার ঋণগ্রস্ত ওমর আলীর (৬২) বীভৎস লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার ১১ দিনের মাথায় পার্শ্ববর্তী ভুট্টাক্ষেত থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে তার লাশ উদ্ধার করা হয়েছে। ওমর আলী বিষ পানে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

এলাকাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের মাজহাদ গ্রামের মৃত মানিক জোয়ার্দ্দারের ছেলে ওমর আলী জোয়ার্দ্দার দীর্ঘ ৩৫ বছর আগে চুয়াডাঙ্গা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ওয়েল্ডিং বিভাগের স্টোরকিপার হিসেবে চাকরিতে যোগ দেন। সেই সুবাদে দৌলাতদিয়াড় কোরিয়াপাড়ায় বাড়ি করে বসবাস শুরু করেন। এক বছর তিন মাস আগে ওমর আলী চাকরি থেকে অবসর নেন। এরপর থেকেই তিনি পরিবারের কাছে অবহেলিত হয়ে পড়েন। স্ত্রী ও সন্তানদের কাছে তিনি মানসিকভাবে নির্যাতিত হতেন বলে গ্রামের অনেকেই অভিযোগ করেন। এ অবস্থায় বেশ কিছু সমিতি ও এনজিও থেকে প্রায় দেড় লাখ টাকা ঋণ নেন। ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে নাজেহাল হন তিনি। পরিবার এ ব্যাপারে কোনো সহযোগিতা না করলে তিনি অভিমান করে গত ৯ মার্চ বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তার পরিবারের লোকজন তার সন্ধানের জন্য তেমন গা লাগায় না। থানা-পুলিশ বা পত্রিকায় কোনো নিখোঁজ সংবাদও দেয় না তারা। এরই মধ্যে গতকাল বৃহস্পতিবার মাঠের এক কৃষক ভুট্টাক্ষেতে পচা ও বীভৎস লাশ দেখে চমকে ওঠেন। এলাকায় খবর দেয়া হলে পরনের লুঙ্গি দেখে ওমর আলীর লাশ শনাক্ত করে তার পরিবার। লাশের পাশে অসংখ্য মশা ও মাছি মরে ছিলো। এ থেকে পুলিশের ধারণা বিষ পান করে ওমর আলী আত্মহত্যা করেছেন। গতরাত সাড়ে ১০টায় কোরিয়াপাড়ায় তার দাফন সম্পন্ন হয়।