নারী আসনের তফশিল ৯ ফেব্রুয়ারির পর

স্টাফ রিপোর্টার: সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফশিল ৯ ফেব্রুয়ারির পরে ঘোষণা করা হবে। গতকাল রোববার নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ। শাহ নেওয়াজ বলেন, নিয়ম অনুযায়ী শপথের পর বিভিন্ন দল ও নির্বাচিত স্বতন্ত্র সংসদদের জোট গঠনের জন্য ২১ কার্যদিবস সময় দিতে হয়। ৯ ফেব্রুয়ারি নির্ধারিত ২১ দিন শেষ হবে। তারপরই কমিশন সংরক্ষিত নারী আসনের তফশিল ঘোষণা করবে। দশম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিলো ৫ জানুয়ারি। এমপিরা শপথ নেন ৯ জানুয়ারি। সংবিধান অনুযায়ী নারীদের জন্য সংসদে ৫০টি আসন সংরক্ষিত আছে। আইন অনুযায়ী সংসদের ৩০০ আসনে যে দল যতোটি আসন পেয়েছে, তার আনুপাতিক হারে নারী আসন বণ্টন হবে। এ হিসাবে প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি নারী আসন রয়েছে। ইতোমধ্যে স্বতন্ত্র ১৬ জন এমপি আলাদা জোট গঠন করেছেন। হিসাব অনুযায়ী তারা ২ অথবা ৩টি আসন পেতে পারেন।