নারীদের করমুক্ত আয়সীমা তিন লাখ টাকা

 

স্টাফ রিপোর্টার: আগামী ২০১৫-১৬ অর্থ বছরের বাজেটে নারীদের আনুষ্ঠানিক কাজের প্রতি উত্সাহ দেয়া হয়েছে। এ জন্য নারীদের করমুক্ত বার্ষিক আয়সীমা ২ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৩ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। ৬৫ বছরোর্ধ্ব বৃদ্ধ নাগরিকদের জন্যও একই আয়সীমা থাকছে। আগামী অর্থ বছরে নারী উন্নয়নে বরাদ্দ করা হয়েছে ৭৯ হাজার ৮৭ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থাপিত জেন্ডার বাজেট প্রতিবেদনে এ ঘোষণা দেয়া হয়।

এ বছর ৪০টি মন্ত্রণালয় বা বিভাগের বাজেটে নারীদের উন্নয়নে বরাদ্দ দেয়া হয়েছে। এটি মোট বাজেট বরাদ্দের ২৬ দশমিক ৮০ শতাংশ এবং জিডিপির ৪ দশমিক ৬১ শতাংশ। গত বছর নারী উন্নয়নে ৬৪ হাজার ৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়।