নারীদের আত্মবিশ্বাস ও মর্যাদা নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে

চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে নারী দিবসের আলোচনাসভায় বক্তারা

মাথাভাঙ্গা ডেস্ক: ‘সময় এখন নারীর, উন্নয়নের তারা, বদলে যাচ্ছে গ্রাম শহরে কর্মজীবন ধারা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, নারী উন্নয়ন মেলা ও আলোচনাসভার আয়োজন করা হয়। অর্থনৈতিক স্বাধীনতা অর্জন নারীর জন্য অত্যন্ত জরুরি উল্লেখ করে বক্তারা বলেন, নারীদের আত্মবিশ্বাস এবং মর্যাদা নিয়ে চলে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের উন্নয়নে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। বক্তারা বলেন, ‘এখানে অর্থনৈতিক স্বাধীনতাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই মেয়েদেরকে বসে থাকলে চলবে না, নিজেদেরও কাজ করতে হবে, লেখাপড়া শিখতে হবে এবং নিজেদের পায়ে দাঁড়াতে হবে।’
আলোচনাসভায় বক্তারা আরও বলেন, নারী দিবস নারীদেরকে নতুনভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও নারীদেরকে শিক্ষাদীক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। বর্তমানে আমাদের নারী সমাজ দেশের বিভিন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীরা এখন আর পিছিয়ে নেয়। বক্তারা আরও বলেন, আমাদের নারী সমাজ নারীদের উন্নয়নে ও নারী নির্যাতন প্রতিরোধে বর্তমানে অনেক এগিয়ে। তবে নারীদেরকে আরো সোচ্চার ও প্রতিবাদী ভূমিকা পালনের মাধ্যমে নারীর অধিকার প্রতিষ্ঠা ও নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে।
চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদ। এ সময় তিনি মেলায় প্রদর্শিত স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। এ মেলার আয়োজন করেন জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতর। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এরপর বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহামেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আহসান হাবিব, জেলা পরিষদের সদস্য নুরুন্নাহার কাকলী। পাস’র নির্বাহী পরিচালক ইলিয়াস হোসেনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের প্রোগ্রাম অফিসার সালমা আক্তার। আরও উপস্থিত ছিলেন প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, মানবতা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অ্যাড. মানি খন্দকার, ব্র্যাকের জেলা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিম, আকাক্সক্ষার নির্বাহী পরিচালক শাহিন সুলতানা মিলি।
সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র একরামুল হক মুক্তাসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ। এ সময় সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
জাতীয় মহিলা সংস্থার নিজস্ব কার্যালয়ে বেলা ১১টায় এক আলোচনাসভার আয়োজন করা হয়। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানা ছন্দার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব.) প্রধান শিক্ষক রাশিদা হাসনু আরা। উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার নির্বাহী সদস্য শেফালী আক্তার, রোজিনা আক্তার সাথী, রাফিয়া খাতুন, মাঠ সমন্বয়কারী ছুরুত জামান প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধকল্পে নারী উন্নয়ন মেলার উদ্বোধন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সমাজসেবা অফিসার আবু তালেব, মৎস্য অফিসার তৌহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, হিসাবরক্ষণ অফিসার জেড দিদার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা মহিলা বিষয়ক অধিদফতর ও ওয়েভ ফাউন্ডেশন এবং জীবননগর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ ও কিশোরী ক্লাবের আয়োজনে সমৃদ্ধি কর্মসূচির আওতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল।
আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি। এছাড়াও বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের উপসমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সমন্বয়কারী আশরাফ আলী ও নুরুল মোমেন রইচ। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী উন্নয়নমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে নারী উন্নয়নমেলার উদ্বোধন করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফী মোহা. রফিকুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, পিআইও অফিসের সাইফুর রহমান মালিক প্রমুখ। বিকেলে পুরস্কার বিতরণ করা হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান উপস্থিত থেকে স্টলমালিকদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর আন্তর্জাতিক নারী দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার উপপরিচালক খায়রুল হাসান, সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মহিলা বিষয়ক কর্মকর্তা এএসএম শফিউল আযম, সদর থানার ওসি রবিউল ইসলামসহ বিভিন্ন শ্রেণিপেশার লোক ও বিভিন্ন নারী উদ্যোক্তারা র‌্যালি ও আলোচনাসভায় অংশ নেন। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে নারী দিবসের মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস পালনে মেহেরপুর গাংনীতে নারী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাহিদুজ্জামান খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা আরজুমান বানু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন। মেলায় বিভিন্ন সংস্থার নারী উন্নয়ন কর্মকা- ও কয়েকজন স্বাবলম্বী নারী তাদের হাতের কাজের পণ্য প্রদর্শন করে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনাসভা করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর মুজিবনগর। গতকাল বৃহস্পতিবার ১০টায় উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তারের নেতৃত্বে র‌্যালি শেষে উপজেলা চত্বর প্রধান সড়কে মানববন্ধন পালন করা হয়। পরে উপজেলা পরিষদ হলে নারী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন ও রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুজিবনগর মেজবাহউদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, উপজেলা ডরপ সমন্বয়কারী আবু আবিদ, মঈন উল আলম প্রমুখ। উপস্থিত ছিলেন এনজিও, সমাজ উন্নয়নের প্রধানগণ। শেষে উপজেলা চত্বরে নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়।
অপরদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেহেরপুর সিডিপি’র উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৪টায় মুজিবনগর মহিলা বিষয়ক অফিসার তাজুল ইসলামের নেতৃত্বে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বল্লভপুরে মেহেরপুর সিডিপি অফিস চত্বরে আলোচনাসভায় গুড় নেইবারস্ মেহেরপুর সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার সীমান্ত চিসিম’র সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, ইউপি সদস্য মি. সংকর বিশ্বাস, সু-প্রতিবেশী সমিতির সভাপতি রেহেনা খাতুন, শিশু পরিষদের সভাপতি কবিতা আক্তার প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ই‘পি অফিসার ঝর্ণা খাতুন।
এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় বাগোয়ান ইউনিয়ন পরিষদের আয়াজনে বল্লভপুর মিশন হাসপাতাল চত্বরে ৩৭ বছর আগে সেবা দিতে আসা মুজিবনগর উপজেলার বল্লভপুর মিশন হাসপাতালের নার্স-সিস্টার জিলিয়ান এম রোজের সংবর্ধনা অনুষ্ঠানে পুরোহিত রেভা. শিমসম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমঝুপিতে মউক’র নিজস্ব হলরুমে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)’র সহযোগিতায় মেহেরপুর নারী নির্যাতন প্রতিরোধ ফোরামের এক আলোচনাসভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সময় এখন নারীর উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্মজীবন ধারা’ আলোচনাসভায় সভাপতিত্ব করেন নারী নেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর লতিফন্নেছা লতা। দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন মউক’র নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিম। সভার আগে আমঝুপিতে, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মানববন্ধন করা হয়।
আলোচনাসভা শেষে মেহেরপুর সদর উপজেলার ২৭ সদস্য বিশিষ্ট নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম কমিটি গঠিত হয়। বিশিষ্ট সমাজসেবক মো. আমিনুল ইসলাম খোকন সভাপতি ও মিজানুর রহমান হিরোনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে দিনব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা শহরের শেরে বাংলা সড়কে পাশে নারী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। নারী উন্নয়ন মেলা প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহিদ হোসেন। সার্বিক তত্ত্বাবধান করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার রহমান। এ সময় উপস্থিত বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক ডা. জাহিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন লাবন্য মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি, উন্নয়ন ধারা’র সমন্বয়কারী হায়দার আলী, জেলা ব্র্যাক প্রতিনিধি, এইড ফাউন্ডেশন, উন্নয়ন ধারা, লাবন্য, ব্র্যাকসহ বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও এনজিও সংগঠন এতে অংশ নেয়। সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদফতরের ক্রেডিট সুপারভাইজার তাসলিমা খাতুন, এস.এম সোহেল রানা, প্রদীপ সাহা, ইব্রাহিম হোসেন, শিল্লুর রহমান প্রমুখ। উদ্বোধন শেষে মেলায় ১১টি স্টল ঘুরে দেখেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। পরে এক আলোচনাসভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনাসভা ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাকির হোসেন। আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক জাকির হোসেন নারীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।
অপরদিকে, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝিনাইদহে সিও সংস্থার আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইদহের পোস্ট অফিস মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও প্রতিষ্ঠানের সহকারী নির্বাহী পরিচালক তোফাজেল হোসেন, প্রকল্প পরিচালক ঋণ ওহিদুর রহমান, ডাইরেক্টর এডমিন মাফিদুন নেছা শিলা খাতুন, হিসাবরক্ষক বদরুল আমিন, জোনাল হিসাবরক্ষক নাসিমুল ইসলাম, আইটি অফিসার সোহেল পারভেজ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর শাহানাজ পারভীন, হিসাবরক্ষক ময়না খাতুন, রেহেনা খাতুন, মহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, ছায়েনা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা, নারীর অধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আহ্বান জানান।
কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কোটচাঁদপুরে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা মিলনাতায়নে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সংসদ সদস্য নবী নেওয়াজ, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। একই সাথে দিনব্যাপী বসেছে নারী উন্নয়ন মেলা।