নানাবাড়ি যাওয়া হলো না স্কুলছাত্রী শরিফার

স্টাফ রিপোর্টার: নানাবাড়ি যাওয়া হলো না তৃতীয় শ্রেণির ছাত্রী শরিফা খাতুনের। গতকাল করিমন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর এক করিমনের ধাক্কায় আছড়ে পড়ে আহত হয় শরিফা। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের ঝুমুর আলীর মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী শরিফা খাতুন মা ফেরদৌসী খাতুনের সাথে করিমনযোগে নানা বাড়ি গোরিহদ গ্রামে যাচ্ছিলো। করিমন থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় অপর এক করিমন শরিফা খাতুনকে ধাক্কা দেয়। শরিফা আছড়ে পড়ে মাথায় ও বুকে আঘাত পায়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। সেখানে নেয়ার প্রক্রিয়া করছিলো। সন্ধ্যা ৬টার দিকে শরিফা খাতুন মারা যায়। লাশ হাসপাতাল থেকে গ্রামের নেয়া হলে বেদনাবেধুর পরিবেশের সৃষ্টি হয়। শরিফা খাতুন ৩ ভাইবোনের মধ্যে ছিলো দ্বিতীয়।