নাইজেরিয়াকে বহিষ্কার করলো ফিফা

মাথাভাঙ্গা মনিটর: ফুটবল ফেডারেশনের ওপর সরকারি হস্তক্ষেপের কারণেনাইজেরিয়াকে সব আন্তর্জাতিক ম্যাচ থেকে বহিষ্কার করেছে ফিফা। আফ্রিকারদেশটির ওপর বুধবার এ বহিষ্কারাদেশ জারি করে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। এরফলে নাইজেরিয়ান দল বা ক্লাবও কোনো আন্তর্জাতিক খেলায় অংশ নিতে পারবে না। তবেসরকারি সিদ্ধান্ত বাতিল করা হলে নিষেধাজ্ঞাও তুলে নেয়া হবে বলে জানিয়েছেফিফা। এ জন্য নাইজেরিয়াকে ১৫ জুলাই পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। তানা হলে আগস্টেই কানাডায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপ থেকেনাইজেরিয়াকে বিরত থাকতে হবে। গত শুক্রবার নাইজেরিয়ার উচ্চ আদালত দেশটিরফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ভেঙে দেয়। এতে ফেডারেশনের পরিচালকেরদায়িত্ব নেন নাইজেরিয়ার ক্রীড়ামন্ত্রী স্বয়ং।

বিশ্ব ফুটবল সংস্থা জানিয়েছে, ফিফার বিধি লঙ্ঘিত হয়েছে এতে। ফিফা আইন মোতাবেক কোনো দেশের ফুটবল ফেডারেশনেসরকার বা রাজনৈতিক ব্যক্তিত্বদের অংশগ্রহণ নিষিদ্ধ। তবে এমন কেউগণতান্ত্রিক প্রথামতো নির্বাচিত হয়ে এলে আলাদা কথা। এ ঘটনার পরই নাইজেরিয়ানফুটবল ফেডারেশনকে চার দিনের সময় বেধে দেয় ফিফা। বেধে দেয়া সময়ের মধ্যেউপযুক্ত কার্যকারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় নাইজেরিয়া ফুটবল ফেডারেশনকে এনিষেধাজ্ঞা পোহাতে হচ্ছে। বুধবার এক প্রতিবেদনে ফিফা জানিয়েছে, ‘সরকারেরহস্তক্ষেপের কারণে ফিফা ইমার্জেন্সি কমিটির সভায় নাইজেরীয়কে বহিষ্কারেরসিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের ফলে নাইজেরিয়া কোনো দল বা ক্লাবআন্তর্জাতিক ম্যাচে অংশ নিতে পারবে না।’ ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডপর্যন্ত খেলেছে নাইজেরিয়া। তবে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয়আফ্রিকার চ্যাম্পিয়নদের।