নতুন বছরের পিঠা খেয়ে জাপানে ৯ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: জাপানে নববর্ষ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী পিঠা মছি খেতে গিয়ে শ্বাসরোধ হয়ে মারা গেছে ৯ জন। জাপানের অধিবাসীরা অনেকে চালের গুঁড়া দিয়ে তৈরি আঠাল এ পিঠা খেয়েই নতুন বছর উদযাপন করে। স্থানীয় সংবাদদাতারা জানান, টোকিওতে মছি খাওয়ার পর শ্বাসরোধ হয়ে ১৮ জন অসুস্থ হয়ে গেলে তাদের হাসপাতালে নেয়া হয়। জাপানের পত্রিকা ইউমিউরি শিমবুন জানিয়েছে, শুক্রবার জাপানজুড়ে মছি খেয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জাপানের জরুরি সেবা প্রতিষ্ঠান জনগণকে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মছি খওয়ার সময় সেটিকে ছোট ছোট টুকরো করে খাওয়ার পরামর্শ দিয়েছে। প্রতিবছরই জাপানে মছি খাওয়ার সময় শ্বাসরোধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু এ বছর পিঠাটি খেয়ে মৃতের সংখ্যা অনেক বেশি। গত বছর এ পিঠা খেয়ে মারা গিয়েছিলো অন্তত ৪ জন। জাপানে নতুন বছর উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী একটি খাবার রান্না করা হয়। যেখানে সবজির স্যুপ (যেটা ওজউনি নামে পরিচিত) রান্নার পর তার মধ্যে মছি দিয়ে খাওয়া হয়।