নতিপোতা ও নাটুদাহ ইউপি নির্বাচনে আচরণবিধি সংক্রান্ত মতবিনিময়কালে জেলা প্রশাসক

নির্বাচনকে উৎসবমখর করতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে

 

বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় আসন্ন নতিপোতা ও নাটুদাহ ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণ বিধিমালা মেনে চলা সংক্রান্ত বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসোইন। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার রশীদুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান ও জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, প্রিন্সিপাল কামাল উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, প্রকৌশলী ইলিয়াস হোসেন, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামসহ দু ইউনিয়নে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থীগণ।

প্রধান জেলা প্রশাসক বলেন, নতিপোতা ইউনিয়নকে ভেঙে দুটি ইউনিয়নে বিভক্ত করে দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে আরো বলেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের লক্ষ্যে সকলকে আন্তরিক হতে হবে। নির্বাচনকে উৎসবমুখর করতে সকলকে আচরণবিধি মেনে চলতে হবে এবং সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, যারা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে পুলিশ ও আনসার সদস্যের পাশাপাশি ১ প্লাটুন ৱ্যাব মোতায়েন থাকবে। পরিবেশ শান্ত রাখার দায়িত্ব আপনাদের। আপনারা পরিবেশ অশান্ত করলে আমরা তা কঠোর হস্তে দমন করবো। কারো ভয় পাওয়ার কিছু নেই। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে যা যা করার প্রয়োজন তার সকল ব্যবস্থাই গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আপনার পাশেই থাকবে। সভায় নির্বাচনী আচরণবিধিমালা পাঠ করেন উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী রুহুল আমিন।