ধীরে ধীরে এলাকায় সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনার চেষ্টা করছি

গণসংবর্ধনা অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন

 

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কেন্দ্রীয় যুবলীগ নেতা সেখ সামসুল আবেদীন খোকনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। আলমডাঙ্গা বণিক সমিতিসহ সকল পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়। আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যান সেখ সামসুল আবেদীন খোকন। এ সময় তিনি সীমান্ত ট্রেন পৌর মেয়রের সাথে আলোচনা করে আলমডাঙ্গা রেলস্টেশনে স্টপেজের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। তিনি বলেন, আমি নির্বাচনের সময় আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরের প্রত্যন্ত গ্রাম ঘুরে দেখেছি, আলমডাঙ্গার রাস্তাঘাটের যে অবস্থা তা আমার কাছে ভালো লাগেনি। আগামীতে আমাকে অত্যন্ত পরিশ্রম করতে হবে। স্ব-স্ব এলাকার নির্বাচিত প্রতিনিধিদের সহযোগিতা ছাড়া তার একার পক্ষে এতোবড় এলাকার উন্নয়ন সম্ভব হবে না। তিনি বলেন, ধীরে ধীরে এলাকায় সুস্থ্ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে চেষ্টা করছি। আজকের এই সর্বদলীয় মঞ্চও তাই প্রমাণ করে। আমরা স্বাধীন হয়ে রাজনৈতিক অধিকার পেয়েছি। কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আসেনি। ’৭৫ সালে যদি জাতির জনককে হত্যা করা না হতো, তাহলে দেশের চেহারা অন্যরকম হতো। আলমডাঙ্গার রাজনীতি, শিক্ষা-সংস্কৃতি ও খেলাধুলা সবকিছু আমরা সকলে মিলে উন্নয়ন করবো।

বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলী আহমেদ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, মুক্তিযুদ্ধের সংগঠক ডাক্তার শাহাবুদ্দীন আহমেদ সাবু, মুক্তিযোদ্ধা মইন উদ্দীন, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, আফিল উদ্দীন, সাবেক মৎস্য কর্মকর্তা মীর আব্দুল হামিদ চৌধুরী, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা (অব.) কমান্ডার (নেভী) শহিদুর রহমান, বণিক সমিতির সাবেক সভাপতি রফিক মিয়া। উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, প্রভাষক একেএম ফারুক হোসেন ও নাফিসা ইয়াসমিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, সাবেক ইউপি চেয়ারম্যান শফিউজ্জামান খান বাবলু, প্রবীণ চিকিৎসক গোলাম মোস্তফা, ডাক্তার লিয়াকত আলী, ডাক্তার সিরাজ উদ্দীন, জেলা পরিষদের মেম্বার আলমডাঙ্গা পৌর সভাপতি আবু মুসা, সাবেক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফারুক জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগের সাবেক যুগ্মসম্পাদক আসাদুজ্জামান কবীর, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা সহযোগী অধ্যাপক নাজমুল হক পানু, জেলা পরিষদের মেম্বার বিশিষ্ট হাটব্যবসায়ী খলিলুর রহমান, জেলা পরিষদ মেম্বার আসাবুল হক ঠা-ু, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, আলমডাঙ্গা বণিক সমিতির সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ, আলমডাঙ্গা প্রেসক্লাব সভাপতিদ্বয় হামিদুল ইসলাম আজম ও শাহ আলম মন্টু, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার সুফি, সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা দীপক মিয়া, রূপক মিয়া, কেন্দ্রীয় যুবলীগ সদস্য মোস্তাফিক মাসুদ, আমজাদ হোসেন সজীব, অধ্যক্ষ মাহবুবুল হক সেলিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কুমার বিশ্বাস, জেলা পরিষদ মেম্বার মহিলালীগ নেত্রী নুরুন নাহার কাকলী প্রমুখ। অভিনন্দনপত্র পাঠ করেন নাফিসা ইয়াসমিন। অভিনন্দনপত্রে ৮টি দাবিনামা পেশ করা হয়। দাবিগুলোর মধ্যে- স্টেডিয়াম, অডিটোরিয়াম নির্মাণ, উপজেলার সকল রাস্তা পাকাকরণ, সকল গ্রামে বিদ্যুতায়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণে মাস্টারপ্ল্যান তৈরি ও বাস্তবায়ন, সকল নদী, খালবিল দখলমুক্ত ও সাংস্কৃতিক কর্মকা- উচ্চকিত করতে পদক্ষেপ গ্রহণের দাবি।

অনুষ্ঠানের প্রারম্ভে সংবর্ধিত অতিথিকে ফুলেল অভ্যর্থনা প্রদান করা হয়। অতিথিবৃন্দকে ফুলেল অভ্যর্থনা জ্ঞাপন করেন সর্বদলীয় সংবর্ধনা কমিটির নেতা আহসানুল হক শাহীন, সাবেক জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, সাদেকুর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান তাফসির আহমেদ লাল, ইলিয়াস স্বপন, রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক শরিফুল ইসলাম রিফাত, কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জেলা যুবলীগ নেতা সোহেল রানা শাহীন, জেলা যুবলীগ নেতা তরিকুল ইসলাম টুকুল, কলেজ ছাত্রলীগের সম্পাদক সেলিম রেজা তপন, হাসিবুল হক মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক শাহীন রেজা, শরিফুল ইসলাম সুমন, শেখ আলিমুজ্জামান, আব্দুর রশিদ, রেজাউল করিম, তামিম আহমেদ, শান্ত, সাজু, যুবলীগ নেতা প্রিন্স মাহমুদ, কাইবুর, ওসমান গনি বিস্কুট, সংবর্ধিত অতিথিকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে আলমডাঙ্গা বণিক সমিতি, আলমডাঙ্গা পৌরসভা কর্মচারী অ্যাসোসিয়েশন, এরশাদপুর একাডেমি, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংসদ, আলমডাঙ্গা প্রেসক্লাব, সৃষ্টি নাট্যগোষ্ঠী, ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন, বন্ধন কেবল নেটওয়ার্ক প্রমুখ।