দৌলতপুর সীমান্ত থেকে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর চিলমারী সীমান্ত এলাকা থেকে সাহাজুল (৩৬) নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ওই কৃষককে ফেরত চেয়ে বিএসএফ’কে পত্র দিয়েছে। সাহাজুল চর চিলমারী এলাকার আকন্দপাড়া গ্রামের পচা শিকদারের ছেলে।

বিজিবি ও এলাকাবাসী জানায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ভারত সীমান্ত সংলগ্ন চিলমারী ইউনিয়নের চর চিলমারী এলাকায় ৮৪/১ এস সীমানা পিলারের পাশে সাহাজুল তার কৃষিক্ষেত দেখাশোনা করছিলেন। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে ধরে নিয়ে যান। ৩২ বিজিবির চিলমারী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, বাংলাদেশি কৃষক সাহাজুলকে ফেরত চেয়ে বিএসএফ’কে পত্র দেয়া হয়েছে।