দৌলতপুরে দুটি আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

 

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি বন্দুক, গুলি ও ম্যাগজিনসহ বুলবুল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতসোমবার রাত ৮টার দিকে র‌্যাব তাকে অস্ত্র ও গুলিসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার আলী হায়দার চৌধুরী জানান, সোমবার রাত ৮টার দিকে দৌলতপুরের শীর্ষ সন্ত্রাসী বুলবুল (৩৪) অস্ত্রসহ নিজ বাড়িতে অবস্থান করছে খবর পেয়ে কামালপুর গ্রামে অভিযান চালিয়ে বুলবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার বিছানার নিচে থেকে ১টি বিদেশি পিস্তল,একটি বন্দুক,৫ রাউন্ড গুলি,দুটি ম্যাগজিন ও ৫০টি কার্তুজ উদ্ধার করা হয়। বুলবুল কামালপুর গ্রামের স্কুল শিক্ষক আকতার আলীর ছেলে। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী,চাঁদবাজি,ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানায়,বুলবুল স্থানীয় আওয়ামী লীগ নেতা আবু ইউসুপ লালুর দেহরক্ষী হিসেবে পরিচিত। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা হয়েছে।