দেশের প্রত্যেক জেলায় পৃথক শিশু আদালত

স্টাফ রিপোর্টার: দেশের প্রত্যেক জেলায় আলাদা শিশু আদালত হচ্ছে। যেসব জেলায় নেই সেসব জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে। ওই সব জেলায় ট্রাইব্যুনালে শিশু আদালত পরিচালিত হবে। আর যেসব জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নেই সেসব জেলায় জেলা ও দায়রা জজ আদালতে শিশু আদালত পরিচালিত হবে। এমন নতুন বিধান করে শিশু (সংশোধন) আইন, ২০১৮ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, শিশু আদালত বলতে বোঝাবে আইনের সাথে সংঘাতে জড়িত শিশুর যেকোনো অপরাধ বিচার করার জন্য প্রত্যেক জেলা শহরে শিশু আদালত নামে এক বা একাধিক আদালত থাকবে। এ আদালত বর্তমানে প্রত্যেক জেলায় আলাদাভাবে নেই। নতুন আইনটি পাস হলে এটি কার্যকর হবে। শফিউল আলম বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন গঠিত প্রত্যেক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল শিশু আদালত হিসেবে গণ্য হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে শিশু আদালতের ক্ষমতা দেয়া হলো। তারা এ কাজটা করতে পারবেন। তবে কোনো জেলায় এমন ট্রাইব্যুনাল না থাকলে ওই জেলার জেলা ও দায়রা জজ আদালত শিশু আদালত হিসেবে গণ্য হবে। আগে আইনে শুধু শিশু আদালত ছিলো, বিস্তারিত ছিলো না। এতে কাজ করতে অসুবিধা হচ্ছিলো বলেও জানান তিনি।