দেশের কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস থাকলেও চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী এলাকায় তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। গতকাল চুয়াডাঙ্গায় গতপরশুর তুলনায় দশমিক ৭ ডিগ্রি হ্রাস পেয়ে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা ছিলো দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তবে রাজধানীতে গতরাত ৮টার দিকে স্বস্তির বৃষ্টি হয়েছে।

আবহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রাজশাহী, খুলনা, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে তীব্র এবং রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট ও ফেনী অঞ্চলসহ ঢাকা, সিলেট ও বরিশাল বিভাগে এবং রাজশাহী ও খুলনা বিভাগের বাকি অংশে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।