দেশজুড়ে ফের র‌্যাবের টহল শুরু

 

স্টাফ রিপোর্টার:স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ এবং আইনশৃঙ্খলাপরিস্থিতির আরও উন্নতির লক্ষ্যে গতরাত থেকেই নিয়মিত টহল শুরু করেছের‌্যাব। একযোগে সারাদেশে আগের মতোই টহল চলবে। টহলের পাশাপাশি গোয়েন্দাকার্যক্রমও চলছে। চলবে নিয়মিত অপারেশন।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় নানাভাবে আলোচিতসমালোচিত হতে থাকে র‌্যাব। বিএনপির তরফ থেকে র‌্যাব বিলুপ্তি ঘোষণার দাবিকরা হয়। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে সুনির্দিষ্টকারণ ছাড়া র‌্যাবের টহলসহ বিভিন্ন কার্যক্রম সাময়িক শিথিল করার পরামর্শদেয়া হয়। র‌্যাবকেপ্রয়োজন অনুযায়ী মাঠে নামানোর ঘোষণা দেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়।রমজানের নিরাপত্তা জোরদার, ছিনতাই, ডাকাতি, দস্যুতার মত অপরাধ ঠেকাতেবুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় র‌্যাবকে তাদের নিয়মিত কার্যক্রম চালানোরনির্দেশ দেয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এটিএমহাবিবুর রহমান জনকন্ঠকে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে রমজানেআইনশৃঙ্খলা পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে বুধবার রাত থেকে র‌্যাবের টহলসহসব ধরনের নিয়মিত কার্যক্রম শুরু হয়েছে। সারাদেশে আগের মতোই র‌্যাব নিয়মিত সবধরনের কার্যক্রম পরিচালনা করবে। র‌্যাবের গোয়েন্দা কার্যক্রমও আগের মতোইচলবে। নিয়মিত অপারেশনও পরিচালিত হবে। তবে র‌্যাব যথেষ্ট সাবধানতা ও কৌশলেরসঙ্গে কার্যক্রম চালাবে।