দু পক্ষের মধ্যে উত্তেজনা : চেয়ারম্যানের ওপর ক্ষুব্ধ

দামুড়হুদা নতিপোতা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন বিনা টেন্ডারে লিজ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবন বিনা টেন্ডারে লিজ দেয়াকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। লিজ গ্রহীতাকে ক্ষুব্ধ এলাকাবাসী ধাওয়া করেছে। সেই সাথে চেয়ারম্যানের ওপর সচেতনমহল ক্ষুব্ধ হয়েছে।

জানা গেছে, গত ৯ মে ভগিরথপুর গ্রামের গুড্ডু ওরফে নান্নু ও আশা নামে দুজন ৭/৮ জন রাজমিস্ত্রি নিয়ে পুরাতন ভবনের ভেতরের একটি দেয়াল, দুটি জানালা ও একটি দরজা ভেঙে ফেলে। বিষয়টি এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে পুলিশ পাঠিয়ে তা বন্ধ করে দেন। পরে এলাকাবাসী জানতে পারে চেয়ারম্যান আজিজুল হক আজিজ ৫০ হাজার টাকা নিয়ে মাসে ১৫শ টাকা ভাড়ার চুক্তিতে লিজ দেয়। ওই দুজন ব্যবসা করার জন্য ঘরের মধ্যে দেয়াল ও দরজা জানালা ভেঙে ফেলে। গতকাল সোমবার সকাল ৯টায় তারা আবার রাজমিস্ত্রি নিয়ে এসে দুটি জানালা ও দরজা ইট দিয়ে গাঁথা শুরু করে। এলাকাবাসী ও হাই স্কুলের ছাত্ররা একত্রিত হয়ে ভবনের কাছে গিয়ে গাঁথা ইট ফেলে দেয়। অবস্থা বেগতিক দেখে তারা পালিয়ে যায়। পরে দু পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ উপস্থিত হয়। চেয়ারম্যান জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য ভাড়া দেয়া হয়েছে। কিন্তু অপর পক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলী জানান, ইউনিয়ন পরিষদের ভবন পাবলিকের কাছে ভাড়া দিয়ে উন্নয়ন কী হবে তা জানা আছে। ভবনটি ইউনিয়ন ভূমি অফিস অথবা অন্য কোনো সেবা কেন্দ্র করার জন্য কর্তৃপক্ষের জানানো হবে। তাছাড়া হাই স্কুলে ক্লাস রুমের সংকট থাকায় ওই ভবনে ক্লাস করানো হবে ছাত্রদের। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু জানান, সরকারি ভবন লিজ দিয়ে যে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তা ন্যাক্কারজনক। সরকারি সম্পদ রক্ষার জন্য সবকিছু করা হবে। উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান জানান, বিষয়টি তিনি জেনেছেন আইনি পদক্ষেপ নেয়ার জন্য জেলা প্রশাসককে জানানো হয়েছে।