দু নেত্রী সংলাপে না বসলে গণঅনশন

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে গেলেও তার সাথে দেখা হয়নি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দৌজা চৌধুরীর (বি. চৌধুরী)। তিনি নিজেই সাংবাদিকদের এ কথা জানান। গতকাল রোববার বেলা দুইটা ২০ মিনিটে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানকে নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ে যান বি. চৌধুরী। সেখান থেকে বেরিয়ে আসেন বেলা তিনটায়। বেরিয়ে এসে বি. চৌধুরী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে কোকোর মৃত্যুতে রাখা শোকবইতে স্বাক্ষর করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আমরা ভেতরে দেখলাম, ম্যাডাম ঘুমোচ্ছেন। তার শরীর খারাপ, আমাদের সাথে সরাসরি কোনো কথা হয়নি। অপরদিকে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,আগামী সাত দিনের মধ্যে দু নেত্রীকে সংলাপ বা আলোচনায় না বসলে দেশের জনগণকে নিয়ে গণ-অনশন করবেন। বারিধারায় নিজ বাসভবনে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বি চৌধুরী বলেন, যেভাবে দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে, দু নেত্রী যা করছেন, তা দেশের জন্য ভালো নয়। এমন কোনো আন্দোলন আমরা সমর্থন করি না, যাতে জনগণ কষ্ট পায়।