দু দলের সংঘর্ষে মানবপাচারকারী নিহত

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দু দলের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আমানউল্লাহ ওরফে আনু (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গতকাল সোমবার ভোর চারটার দিকে আলীখালী লবণ মাঠে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আমানউল্লাহ রোহিঙ্গা শরণার্থীশিবিরের বাসিন্দা ও আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য। নিহত আমানউল্লাহর বাড়ি মিয়ানমারের মংডু শহরের বলিবাজার এলাকায় বলে পুলিশ জানিয়েছে। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়ায় শরণার্থীশিবিরে থাকতেন। আমানউল্লাহ আন্তর্জাতিক মানবপাচার চক্রের একজন সক্রিয় সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মানবপাচারকারী। ঘটনাস্থল থেকে দুটি এলজি, তিনটি গুলির খোসা ও চারটি মানবপাচারের টাকা-পয়সা লেনদেনের খাতা উদ্ধার করা হয়েছে।