দু ছাত্রী আহতের ঘটনায় নসিমন ও আলমসাধু ভাঙচুর : সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাসকররা ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা বাজারে নসিমন ও আলমসাধু ভাঙচুর করেছে। খাসকররা ভায়া আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ সড়কে একঘণ্টা অবরোধ করে রাখে। আজ মঙ্গলবার সালিসের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেয়।

জানা গেছে, আলমডাঙ্গার ঘোলদাড়ি গ্রামের ইব্রাহীমের মেয়ে তানিয়া খাতুন ও পারলক্ষ্মীপুর গ্রামের মহিউদ্দিনের মেয়ে সালেহা খাতুন খাসকররা ডিগ্রি কলেজের ছাত্রী। তারা এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। গতপরশু পরীক্ষা দিয়ে আলমডাঙ্গা থেকে নসিমনযোগে ফেরার পথে আটকপাটের নিকট দুটি নসিমনের মুখোমুখি সংর্ঘেষে আহত হয়। তানিয়া খাতুনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা পঙ্গুতে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ৯টার দিকে খাসকররা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা বাজারে স্ট্যান্ডে থাকা নসিমন ও আলমসাধু ভাঙচুর করে আলমডাঙ্গা ও মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। পরে বিষয়টি সমাধানের আশ্বাস পেয়ে তারা অবরোধ তুলে নেন।