‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করব জয়’

OLYMPUS DIGITAL CAMERA

 

স্টাফ রিপোর্টার: ‘দুর্যোগে পাবো না ভয়, দুর্যোগকে আমরা করব জয়’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সায়মা ইউনুসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কোর্ট রোড প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। ৱ্যালিতে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও প্রতিনিধি, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্টসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। ৱ্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম সারওয়ার। আত্মবিশ্বাসের প্রশাসনিক কর্মকর্তা সাহেদ হাসান হালিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলে জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট চুয়াডাঙ্গা ইউনিটের যুব প্রধান ওবায়দুল ইসলাম তুহিন প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য ৱ্যালি বের হয়। ৱ্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নূরজাহান, মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সমাজসেবা অফিসার সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) নুরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখারুল ইসলাম, ইউপি সদস্য আবুল হাশেম প্রমুখ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, এ উপলক্ষে আলমডাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদফতরের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, বিআরডিবি কর্মকর্তা হোসনে আরা বেগম, আলমডাঙ্গা ফায়ার স্টেশন অফিসার মোখলেচুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার শাহাজান রেজা, একটি বাড়ি একটি খামারের সমন্বয়কারী অফিসার আনোয়ার হোসেন, বাউল শিল্পী আব্দুল লতিফ শাহ, পিআইও অফিস সহকারী আব্দুল লতিফ, আদর্শ সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মসলেম উদ্দিন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, তন্নি রানী, সাহিমা আক্তার, উপজেলা পরিষদের সিএ নাজমুল সায়হাম সোহেল, উপজেলা নির্বাহী অফিসের সিএ ফয়জুল ইসলাম, উপজেলা পরিষদের টেকনিশিয়ান রাকিব উদ্দিন রনি, অফিস সহায়ক আমিরুল ইসলাম।

মেহেরপুর অফিস জানিয়েছে, সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, এনডিসি মোহাম্মদ নূর-এ-আলম। দুর্যোগ প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপসহকারী পরিচালক কোবাদ আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো, আলামিন হোসেন, ব্র্যাকের জেলা প্রতিনিধি মোশারফ হোসেন প্রমুখ। এর আগে জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি বর্ণাঢ্য ৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

 

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগর উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৱ্যালি বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। ৱ্যালিতে নেতৃত্ব দেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. হেমায়েত উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, কৃষি অফিসার মুহা. মোফাকখারুল ইসলাম, শিক্ষা অফিসার গোলাম ফারুক প্রমুখ।

কোটচাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ পাল। বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রস্তুতি কমিটির সদস্য সচিব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম ও ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার অমল কৃষ্ণ বসু। উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপক কুমার সাহা। এর আগে বর্ণাঢ্য এক ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে ফায়ার সার্ভিস, স্কাউটসহ স্কুলের ছাত্র/ছাত্রীরা অংশ নেয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের কর্মীরা মনোমুগ্ধকর মহড়া প্রদর্শন করেন। সবশেষে দুর্যোগ ব্যবস্থাপনার ওপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া প্রতিনিধি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে কালেক্টরেট স্কুল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবেলার ব্যবহারিক নানা দিক তুলে ধরে সমাজের সর্বস্তরের নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। এ সময় সেখানে জেলা দুর্যোগ, ত্রাণ ও পুনর্বাসন বিভাগ, ফায়ার সার্ভিস ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রচারণামূলক ৱ্যালি বের করা হয়।