দুর্বৃত্তদের হামলার শিকার চুয়াডাঙ্গার যুবলীগ নেতা খোকার মা ছায়েরা খাতুন সদর হাসপাতালে চিকিৎসাধীন

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার যুবলীগ নেতা খোকার মা বৃদ্ধা ছায়েরা বেগমের চিকিৎসা চলছে। দুর্বৃত্তদের হামলার শিকার ছায়েরা বেগমকে গত সোমবার রাতে রক্তাক্ত জখম অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতের কয়েকটি স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার বাড়িতে লুটপাটও চালানো হয় বলে তিনি অভিযোগ করেন।

গত সোমবার সন্ধ্যায় জেলা যুবলীগের সদস্য জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক আলমগীর আজম খোকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়াস্থ বাড়িতে একদল যুবক সশস্ত্র হামলা চালায়। বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালায় তারা। এ সময় খোকার বৃদ্ধা মা ছায়েরা খাতুনকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার হাতে কয়েকটি কোপ লাগে। তাকে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের ৬ নম্বর কেবিনে চলছে তার চিকিৎসা। বৃদ্ধার ওপর ন্যাক্কারজনক এ হামলার নিন্দা জানিয়েছেন অনেকেই। গতরাতে তার চিকিৎসার খোঁজ নিতে গেলে কথা হয় হাসপাতালের সার্জিক্যাল কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়নের সাথে। যুবলীগ নেতা খোকার মায়ের শারীরিক অবস্থার ব্যাপারে তিনি বলেন, ছায়েরা বেগম আশঙ্কামুক্ত। তবে হাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, আর অনেক বয়স তার। এ কারণে সুস্থ হয়ে বাড়ি ফিরতে কিছুদিন সময় লাগবে।