দুর্বৃত্তদের হাতে বিএসএফ কোম্পানি কমান্ডার চান্দবির সিং জখম

দামুড়হুদা চাকুলিয়া সীমান্তে ১৫ গজ ভারত অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে বিপত্তি?

 

ভ্রাম্যমাণ/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে দুর্বৃত্তদের হাতে বিএসএফ কোম্পানি কমান্ডার চান্দবির সিং জখম হয়েছে। গত বৃহস্পতিবার ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ৬-বিজিবি পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার ভোরে চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর এলাকায় মেন পিলার ৮৬/১২’র থেকে ১৫ গজ ভারতের অভ্যন্তরে চাকুলিয়া নামক স্থানে অজ্ঞাত দুর্বৃত্ত ভারতে অবৈধভাবে প্রবেশ করে। এ সময় বিএসএফ টহলদল তাদেরকে বাধা দিলে তারা অস্ত্র দিয়ে মালুয়াপাড়া বিএসএফ কোম্পানির কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর চান্দবীর সিংকে আঘাত করে গুরুতর আহত করে। আহত ইন্সপেক্টর চান্দবীর সিংকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কোলকাতা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার সকাল ৯টায় মেন পিলার ৮৬/১২’র নিকট শূন্যরেখা বরাবর চাকুলিয়া নামক স্থানে বিজিবি এবং বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের গরু ব্যবসায়ীরা জড়িত রয়েছে বলে বিএসএফ কোম্পান কমান্ডার বিজিবি কোম্পানি কমান্ডারকে জানান। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার শহীদ সোহরাওয়ার্দী এবং ভারতের পক্ষে কোম্পানি কমান্ডার শ্রীধর উপস্থিত ছিলেন। বিজিবি কোম্পানি কামান্ডার এ ব্যাপারে তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্থ করেন।