দুর্ঘটনা : দু শিক্ষক নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া

 

ভালাইপুর প্রতিনিধি: মোটরসাইকেল দুর্ঘটনায় গোকুলখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুল্লাহ রহমান মাহফুজ ও রামনগর কলাবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সোলায়মান হক রাসেল নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতপরশু চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়ারামপুর চা দোকান বাকে দুর্ঘটনায় দু শিক্ষক নিহত হন। পরশু রাতেই রাসেলের মৃতদেহ তার নিজ গ্রাম শঙ্করচন্দ্রের শ্রীকোল গ্রামে দাফন কাজ সম্পন্ন করা হয়। মাহফুজের মৃতদেহ তার বিদ্যালয়ে নেয়া হলে গতকাল সকালে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে দৌলাতদিয়াড়ে দাফন কাজ সম্পন্ন করা হয়েছে।

গোকুলখালী মাধ্যামিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজুল্লাহ রহমান মাফুজের প্রথম জানাজা সকাল ৮টার দিকে বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রিয় শিক্ষকের মাগফেরাত কামনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক স্পেয়ারা খাতুন, আব্দুর রাজ্জাক, আব্দুল কুদ্দুস, নাসির উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক মোস্তফা কামার, সিনিয়র শিক্ষক মোসারেফ হোসেন, খাইরুল বাশার, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আমির হোসেন প্রমুখ। সভাপতি ছাত্রছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের আগামীকাল প্রিয় শিক্ষকের মাগফেরাত কামনায় সকাল ৯টার দিকে স্কুল প্রাঙ্গণে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান।  বক্তব্য শেষে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে লাশ দৌলতদিয়াড়ে দ্বিতীয় জানাজার উদ্দেশে নিয়ে গাড়িতে ওঠানোর সময় এক হৃদয় বিদয়ক ঘটনার অবতারণা হয়। শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবকদের কান্নায় আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে।  দ্বিতীয় নামাজের জানাজা দৌলতদিয়াড় ঈদগা ময়দানে অনুষ্ঠিত হয় এবং দাফনকার্য সম্পন্ন হয়।