দুর্ঘটনায় আহত বিল্লালের মৃত্যু : নতিডাঙ্গায় শোক

চুয়াডাঙ্গার বোয়ালমারীতে গরুভর্তি পাউয়ারটিলারের এক্সেল ভেঙে বিপত্তি

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: গরুবহন করা পাউয়ারটিলারের এক্সেল ভেঙে গুরুতর জখম নতিডাঙ্গার বিল্লাল মারা গেছেন। গতপরশু রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার বোয়ালমারী মসজিদের অদূরের দুর্ঘটনার শিকার হন তিনি।  গতকাল মঙ্গলবার দুপুরে গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হয়।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের বিল্লাল (৪০), সুজন, হাসেম ও আব্দুলসহ ককেজন গ্রামেরই তৌহিদের পাওয়ারটিলারযোগে ডুগডুগি পশুহাট থেকে ৫টি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী মসজিদের অদূরবর্তী সড়কের গর্তে পড়ে পাউয়ারটিলারের এক্সেল ভেঙে যায়। আরোহী বিল্লাল গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। বিল্লালের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকায় নেয়ার পথে রাত ১১টার দিকে তিনি মরা যান। বিল্লাল আলমডাঙ্গা নতিডাঙ্গা গ্রামের কাচিকাটা পাড়ার আলী হোসেনের ছেলে। রাতেই নতিডাঙ্গা গ্রামের নিহতের লাশ পৌঁছুলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। গতকাল দুপুর ১টার দিকে গ্রামের পারিবারিক কবরস্থানে বিল্লালের লাশের দাফন কাজ সম্পন্ন করা হয়। একই দুর্ঘটনায় আহত অন্যরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।