দুজনকে ধরে পিটুনি শেষে পুলিশে দিয়েছে জনগণ

চুয়াডাঙ্গার আলুকদিয়ায় সড়কের ধারে সন্দেহজনক অবস্থান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আলুকদিয়ার জনগণ সন্দেহজনক দুজনকে ধরে পিটুনি শেষে পুলিশে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে তাদেরকে ধরে পুলিশে দেয়া হয়। আটককৃত দুজন হলো- চুয়াডাঙ্গার দামুড়হুদা বিষ্ণুপুরের মৃত চাঁদ আলীর ছেলে আমির হোসেন (৪০) ও কুষ্টিয়া দৌলতপুর মাদারপুরের কিয়ামত আলী মণ্ডলের ছেলে হাফিজুর রহমান (২৬)। হাফিজুর ধরা পড়ার পর তার এ ঠিকানা দিলেও পুলিশ বলেছে, ঠিকানা সন্দেহজনক। তা যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়ায় সড়কের ধারে গতকাল সকালে ওত পেতে বসে ছিলো দুজন। পথচারী কয়েকজনের সন্দেহ হলে তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। দুজনই অসঙ্গতিপূর্ণ কথা বলে। নিজেদের মাদকব্যবসায়ী বলে দাবি করলেও কাছে তেমন কিছু পাওয়া যায়নি। এক পর্যায়ে জনগণ জড়ো হয়। উত্তেজিত জনগণ তাদেরকে পিটুনি শুরু করে। ছিনতাইকারী সন্দেহে পিটুনি শেষে দুজনকেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। পুলিশ থানায় নিয়ে শুরু করে জিজ্ঞাসাবাদ।