দীর্ঘ ১৪ বছর পর মেহেরপুরগামী বাস মাথাভাঙ্গা ব্রীজ পার হয়ে দৌলাতদিয়াড় থেকে চলাচল শুরু

স্টাফ রিপোর্টার: অবশেষে দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা বড়বাজার মাথাভাঙ্গা ব্রীজের নিকট শহীদ হাসান চত্বর থেকে সরে গিয়ে দৌলাতদিয়াড় বাসস্ট্যান্ড হতে চুয়াডাঙ্গা-মেহেরপুরগামী বাস যাতায়াত শুরু হয়েছে। গত বুধবার থেকে নতুন নিয়মে এ বাস চলাচল শুরু হয়েছে।
জানা গেছে, দেশ স্বাধীনের পরপরই চুয়াডাঙ্গা-মেহেরপুর রুটে বাস চলাচল শুরু হয়। এরপর থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর রুটের বাসগুলো মেহেরপুর থেকে ছেড়ে এসে দৌলাতদিয়াড় পর্যন্ত চলাচল করে আসছিলো। কিন্তু, হঠাৎ করে বিগত ১৪ বছর আগে মাথাভাঙ্গা ব্রীজ পার হয়ে শহীদ হাসান চত্বর এলাকা থেকে বাস চলাচল শুরু হয়। ফলে, শহরে যানজট দেখা দেয়। বর্তমানে কয়েক বছর ধরে ইজিবাইক শহরে দাপটের সাথে চলাচল করায় যানজট আরও বেড়ে যায়। জেলার আইন-শৃঙ্খলা কমিটি একাধিকবার বাস চলাচল ওই স্থান থেকে সরে যেতে তাগাদা দিয়ে আসছিলো। অবশেষে প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় কাউন্টার মাথাভাঙ্গা ব্রীজের এপার থেকে ওপারে সরিয়ে নিতে বাধ্য হয়।
এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা ট্রাফিকের পুলিশ পরিদর্শক শাহাবুদ্দিন জানান, ‘প্রশাসনের পদক্ষেপে মেহেরপুরগামী বাস দৌলাতদিয়াড় থেকে চলাচল শুরু করেছে। তবে, যশোরগামী বাস শহীদ হাসান চত্বরে যাত্রী উঠানামা করলে তাদেরকে ওই স্থান থেকে সরে যেতে অনুরোধ করা হয়েছে।’
এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মইনুদ্দিন মুক্তা বলেন ‘যশোরগামী বাস বড় বাজার শহীদ হাসান চত্বরে যাত্রী উঠানামা করছে। তবে, ইজিবাইক থামানো বন্ধ হলেই ওই স্থান থেকে বাস পোস্ট অফিসের সামনে থেকে চলাচল শুরু করবে। এটি জেলার আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত। পৌর মেয়র মহোদয় এ বিষয়ে পদক্ষেপ নিলে শহরে যানজট অনেক কমে যাবে।’
এব্যাপারে জানতে চাইলে চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন ‘বিষয়টি জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।’