দিনদুপুরে টাকা ছিনতাই : পলাশপাড়ার দু যুবক গ্রেফতার

প্রাণ কোম্পানির চুয়াডাঙ্গা বিক্রয় প্রতিনিধি টিপু সুলতানের থানায় অভিযোগ

 

স্টাফ রিপোর্টার: দিনদুপুরে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে চুয়াডাঙ্গা পলাশপাড়ার উঠতি বয়সী দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে টাকা ছিনিয়ে নেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে দুজনকে গ্রেফতার করে পুলিশ। দু যুবকের সহযোগী হিসেবে অভিযুক্ত এক সাংবাদিককে পুলিশ থানায় নিলেও তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।

পুলিশ বলেছে, ঝিনাইদহ হরিণাকুণ্ডুর কাদিখালী গ্রামের রফিল উদ্দীন শেখের ছেলে টিপু সুলতান প্রাণ কোম্পানির চুয়াডাঙ্গা বিক্রয় প্রতিনিধি। তিনি চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার রফিক আলমের বাড়িতে ভাড়ায় থাকেন। গত বুধবার দুপুরে বাসায় ফেরার সময় পলাশপাড়ার আশা সমিতির কার্যালয়ের সামনে তাকে কয়েকজন আটক করে। টিপু সুলতানের ব্যাগে মাদক আছে বলে বানোয়াট অভিযোগ তুলে ছিনিয়ে নেয় ১২ হাজার টাকা। এ মর্মে অভিযোগ করেন টিপু সুলতান। তার অভিযোগের প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সদর থানার এএসআই নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে পলাশপাড়ার মহর আলীর ছেলে মাজিদুল হাসান লিঙ্কন ও একই পাড়ার নাজিমুল গনি ফিল্টুর ছেলে ইমতিয়াজ আহম্মেদ ফয়সালকে গ্রেফতার করেন। এছাড়াও স্থানীয় একটি পত্রিকার এক সাংবাদিককে থানায় নেয়া হয়। তাকে ছেড়ে দেয়া হয়।