দামুড়হুদা দশমীপাড়ার মহিয়সী নারী রাবেয়ার ইন্তেকাল

দামুড়হুদা প্রতিনিধি: যে মানুষটি অসহায়, গরিব-দুঃখীদের দুঃখে ব্যথিত হতেন, কেঁদে উঠতো মন, এতিমদের প্রতি যার ছিলো গভীর মমত্ববোধ, যার কয়েক কোটি টাকার সম্পদ দান করে গেছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে, সেই দানশীল মহিয়সী পরহেজগার নারী সবার প্রিয় মুখ দামুড়হুদা দশমীপাড়ার রাবেয়া খাতুন চলে গেছেন না ফেরার দেশে। মরহুম হাজি মোস্তাক আহম্মেদের স্ত্রী রাবেয়া খাতুনের বয়স হয়েছিলো ১০২ বছর। তিনি গতকাল বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দামুড়হুদা দশমীপাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে……রাজেউন)। রাবেয়া খাতুন বেশ কিছুদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কৃষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার খেমিরদিয়াড় গ্রামের মরহুম হাজি ওয়াজেদ আলীর কন্যা রাবেয়া খাতুন ছিলেন সাবেক ভূমিমন্ত্রী ব্যারিস্টার আব্দুল হকের বোন এবং সাবেক এটর্নি জেনারেল মুনসুর হাবিব ও সাবেক এমপি আহসান হাবিব লিংকনের খালা। গতকাল দুপুর ২টার দিকে দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের পাশের মাঠে তার জানাজা শেষে মসজিদ সংলগ্ন পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমার জানাজার নামাজে ইমামতি করেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত আলী শাহ, জেলা ইমাম সমিতির সভাপতি বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম হাজি মাও. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাশেমসহ হাজারো মানুষ মরহুমার জানাজায় অংশ নেয়। ৭ বোন ও ১ ভাইয়ের মধ্যে রাবেয়া খাতুন ছিলেন ৬ষ্ঠ। তিনি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নিলেও তার ছিলো না কোনো অহঙ্কার। নিঃসন্তান এ মহিয়সী নারী তার জীবদ্দশায় দামুড়হুদা বাসস্ট্যান্ড জামে মসজিদের জমিদানসহ কয়েক কোটি টাকার সম্পদ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে গেছেন। তিনি এলাকার বিভিন্ন এতিমখানায় আর্থিকভাবে সাহায্য করার পাশাপাশি নিজ বসতবাড়িটিও দান করে গেছেন দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার নামে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।