দামুড়হুদা থানা পুলিশের অভিযান : ফেনসিডিল উদ্ধার মাইক্রো ম্যাকানিক মিঠুসহ দুজন গ্রেফতার

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ পৃথক দু স্থানে অভিযান চালিয়ে ১২০ বোতল ফেনসিডিলসহ আতিকুর রহমান মিঠু (২৮) এবং রমজান আলী (২৫) নামের দু মাদককারবারিকে আটক করেছে। দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মাইক্রোমিস্ত্রি মিঠু পুরাতন বাস্তুপুরের আব্দুর রশিদের ছেলে এবং রমজান জয়রামপুর ডাক্তারপাড়ার লালচাঁদের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে পৃথক দুটি মামলা করেছে।

থানাসূত্রে জানা গেছে, দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তুপুরের আব্দুর রশিদের ছেলে মাইকো ম্যাকানিক মিঠু গতকাল দুপুরে কয়েকশ বোতল ফেনসিডিল এনে তার বাসস্ট্যান্ডস্থ গ্যারেজে রেখেছে। বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদের নেতৃত্বে এসআই আমজাদ হোসেন, এসআই লিয়াকত আলী ও এসআই মেজবাহুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মিঠুর মোটর গ্যারেজে হানা দেন। পুলিশ এ সময় গ্যারেজ তল্লাশি করে ১শ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এছাড়া এসআই আব্দুল গফুর, এএসআই মহিউদ্দীন, এএসআই সবেদ আলী গোপন সংবাদের ভিত্তিতে লোকনাথপুরস্থ ফায়ার সার্ভিসের অফিসের সামনে তেকে ২০ বোতল ফেনসিডিলসহ রমজানকে আটক করেন। দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে মিঠুকে পুলিশ ফেনসিডিলসহ আটক করেছে এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী রঙ্গ করে বলেছে বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এলাকাবাসী আরও বলেছে, মিঠু মাইক্রোতে বিশেষ কায়দায় সেটিং করে বেশ কয়েকবার ফেনসিডিলের বড় বড় চালান পাচার করেছে।