দামুড়হুদা কুড়ুলগাছির সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জানের মৃত্যু : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

হাসেম রেজা: দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের মৃত নূর বক্সের ছেলে সাবেক সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মারা গেছেন। লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না……..রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি দু পুত্র এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুড়ুলগাছি দাখিল মাদরাসা মাঠে বীর মুক্তিযোদ্ধাকে শেষ শ্রদ্ধা জাননো হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি দল বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানকে গার্ড অব অনার দেয়। এ সময় গার্ড অব অনার গ্রহণ করেন দামুড়হুদা উপজেলা নিবার্হী অফিসার মো. ফরিদুর রহমান। পরে মরহুমের নামাজে জানাজা শেষে বাংলাদেশ সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ক্যাপ্টেন মারুফ ও সিনিয়ার স্টাফ অফিসার ফারুকের নেতৃত্বে সেনাবাহিনীর ৩২ সদস্যের একটি চৌকসদল তাকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় সেনাবাহিনির পক্ষ থেকে মরহুমের লাশের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা এবং গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার প্রদানের সময় সেনা সদস্যরা বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাতে ৩০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে বেলা সাড়ে ১২টার দিকে গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা চেয়াম্যান মাও. মো. আজিজুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছের উদ্দীন, রহমতুল্লা, আনিছুর রহমান, খবির উদ্দিন, জমাত আলী, মশিউর রহমান, লুৎফর, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান সরফরাজ উদ্দীন, আ.লীগ নেতা শাহ এনামুল করিম ইনু, শিক্ষক হাসমত আলী, বিএনপি নেতা আবু হানেফ, জিন্নাত আলী, আ.লীগ নেতা মন্টু, জুলু, মজিদ, মিজানুর, নজরুল প্রমুখ