দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে সশস্ত্র ছিনতাইকারীদের তাণ্ডব : ৩ ব্যবসায়ীকে বেঁধে নগদ টাকাসহ আলমসাধু ছিনতাই

দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কে সশস্ত্র ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। তিন কাচামাল ব্যবসায়ীকে গাছের সাথে বেঁধে ছিনিয়ে নিয়েছে নগদ টাকা ও একটি আলমসাধু। স্থানীয়রা উদ্ধার করেছে ব্যবসায়ীদের।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের শামসুল ইসলামের ছেলে কাঁচামাল ব্যবসায়ী জাকির হোসেন (৩৫), আব্দুল কাদেরের ছেলে হাসেম আলী (৩০) ও আশরাফ আলীর ছেলে স্বপন (৪০) চুয়াডাঙ্গা থেকে কাচাঁমাল কিনে আলমসাধুযোগে বাড়ি ফিরছিলেন। তারা দামুড়হুদার-কার্পাসডাঙ্গা সড়কের কোমরপুর নলগাড়ি নামক স্থানে পৌঁছুলে ৭/৮ জনের সশস্ত্র ছিনতাইকারীদল আলমসাধুর গতিরোধ করে। অস্ত্রের মুখে জিম্মি করে আলমসাধুচালক ও কাঁচামাল ব্যবসায়ীদের কাছ থেকে ছিনিয়ে নেয় নগদ ১৪ হাজার টাকা, তিনটি মোবাইলফোন ও কাঁচামাল ভর্তি আলমসাধু। ছিনতাইকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে ৩ জনকেই মারধর করে রাস্তার ধারের গাছের সাথে বেঁধে পালিয়ে যায় ছিনতাইকারীরা। তাদের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে ঘটনাস্থলে। এ ব্যাপারে দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব বলেছেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের প্রক্রিয়া শুরু হয়েছে।