দামুড়হুদা কার্পাসডাঙ্গার মিশনপাড়া ও বাঘাডাঙ্গায় বড়দিন উৎসবে এমপি আলী আজগার টগর ধর্মীয় সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে সমৃদ্ধশীল দেশ ও জাতির উন্নয়নে ব্রতী হই

দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: গতকাল ২৫ ডিসেম্বর ছিলো খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দিনটি পালন করেছে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন। দিনব্যাপি নানা আয়োজনের মধ্যে ছিলো আলাচনাসভা, কেককাটা, বাইবাইবেল পাঠ, প্রার্থনা, নাচ, গান ইত্যাদি। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা কার্পাসডাঙ্গার মিশনপাড়ার গির্জা চত্বরে কেক কেটে বড়দিনের শুভ সূচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। অনুষ্ঠানের শুরুতে বাইবেল পাঠ করেন নিমু মণ্ডল। পরে কার্পাসডাঙ্গার বাঘাডাঙ্গার খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এমপি টগর। প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর বলেন, আ.লীগ ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসী। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের বাস। সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে। ধর্ম নিরপক্ষ দেশ ও জাতি গঠনে আ.লীগ সরকারের কোনো বিকল্প নেই। আসুন সকল ধর্মের মানুষ ধর্মীয় সম্প্রীতির বাঁধনে আবদ্ধ হয়ে সমৃদ্ধশীল দেশ ও জাতির উন্নয়নে ব্রতী হই। উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগ সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি শহিদুল হক, ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড রফিকুল আলম রান্টু, আ.লীগ নেতা শওকত আলী তরফদার, নজির আহম্মেদ, নিমু মণ্ডল, সুধিন সরকার, বকুল মণ্ডল, মিন্টু বিশ্বাস, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, বিল্লাল হোসেন, মিয়াজান, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা প্রমুখ।