দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে জুতোর মালা

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে জুতোর মালা ঝুলিয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুল লতিফকে বিদায় জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি মালিকসহ স্থানীয়রা প্রায় শতাধিক ছেঁড়া জুতো মালা বানিয়ে প্রধান ফটকে ঝুলিয়ে দেয়। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার, নার্সসহ অন্য স্টাফরা প্রধান ফটকে এসে স্থানীয়দের অনুরোধ জানালে ওই জুতোর মালা নামিয়ে ফেলেন স্থানীয়রা। দুপুর ২টার দিকে বিদায়ী স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আব্দুল লতিফ মোটরসাইকেলে চেপে স্বাস্থ্য কমপ্লেক্সে ত্যাগ করেন। পরে স্থানীয়রা মিষ্টি বিতরণ করেন। এ বিষয়ে ডা. আব্দুল লতিফের সাথে মোবাইলফোনে যোগাযোগর চেষ্টা করেও তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হিসেবে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন ডা. আব্দুল লতিফ। যোগদানের পর থেকে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ফার্মেসি মালিকসহ স্থানীয়রা ফুঁসে ওঠেন এবং মাস তিনেক আগে ডা. আব্দুল লতিফকে লাঞ্ছিত করেন স্থানীয়রা। এ নিয়ে থানায় মামলাসহ কয়েক দফা সালিস বৈঠকও হয়। বৃহস্পতিবার তিনি চাকরি জীবন থেকে অবসরে যান এবং দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নুপুরকে দায়িত্ব বুঝে দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ত্যাগ করার সময় স্থানীয়রা ওই জুতো মালা প্রধান ফটকে টানিয়ে রাখেন।