দামুড়হুদা উপজেলা তথ্যসেবা কেন্দ্রের অফিস সহায়ক ইমন নিখোঁজ

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা উপজেলা তথ্যসেবা কেন্দ্রের অফিস সহায়ক ইমনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গতকাল সোমবার অফিস শেষে বাড়ি ফেরেননি তিনি। ওই ঘটনার পর থেকে ইমনের ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ আছে। এ ঘটনায় নিখোঁজ ইমনের চাচা চুয়াডাঙ্গা কোর্টপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন দামুড়হুদা মডেল থানায় সাধারণ ডায়রি করেছেন। ইমন ঝিনাইদহ সদরের বোড়াই গ্রামের বকুল হোসেনের ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বলেছেন, মোবাইলফোন ট্রাকিংয়ের মাধ্যমে নিখোঁজ ইমনের লোকেশন যাচাই করা হচ্ছে।
এদিকে একটি সূত্র বলেছে, ইমনকে সন্ধ্যা ৭ টার দিকে শাদা মাইক্রোযোগে তুলে নিয়ে গেছে কে বা কারা। তিনি রাত ১০ দিকে বাড়িতে কথা বলেছে। বলেছে আমি একটি ঘরে আটকা আছি। এই কথা বলার পরপরই মোবাইলফোনটি বন্ধ করে দেয়া হয়। এখনও পর্যন্ত তার ব্যবহৃত মোবাইলফোন (০১৯৯৩-২১৬৭৪৯) নম্বরটি বন্ধ আছে। দামুড়হুদা উপজেলা তথ্যসেবা কেন্দ্রের অফিস সহায়ক ইমন নিজেই আত্মগোপন করেছে না কী তাকে অপহরণ করা হয়েছে তা পরিস্কারভাবে জানা সম্ভব হয়নি। প্রেমঘটিত বিষয় হলেও হতে পারে বলেও অনেকেই মন্তব্য করেছেন।